অনলাইনে NID সংশোধনের নিয়ম জানুন

অনলাইনে NID সংশোধনের নিয়ম জানুন

Size:
Price:

Read more

 এছাড়া info@nidw.gov.bd ঠিকানায় ইমেইল করেও সাহায্য পেতে পারেন। ১০৫ নাম্বারে কল করে প্রয়োজনীয় সাহায্য না পেলে ০১৭০৮৫০১২৬১ হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। 

এছাড়া এসএমএস এর মাধ্যমেও জন্ম তারিখ ও ফর্ম নাম্বার লিখে ১০৫ নাম্বারে এসএমএস পাঠিয়ে এনআইডি নাম্বার জানা যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NID Form No Birth Date ও পাঠিয়ে দিন ১০৫ নাম্বারে, ফিরতি এসএমএসে এনআইডি নাম্বার জানিয়ে দেওয়া হবে। 

উদাহরণঃ আপনার ফরম নাম্বার 123456789 হলে ও জন্ম তারিখ ৩০ জানুয়ারী ২০০০ হলে মেসেজ অপশনে গিয়ে লিখুন NID 123456789 30-01-2000 ও পাঠিয়ে দিন ১০৫ নাম্বারে।

এনআইডি কার্ড সম্পর্কে সাধারণ প্রশ্নসমূহ

এনআইডি কার্ড হাতে না পেলে কি এনআইডি কার্ডের নাম্বার বের করা যায়?

হ্যাঁ, এনআইডি কার্ড হাতে পাওয়ার আগেই ভোটার স্লিপে থাকা ফরম নাম্বার এর মাধ্যমে এনআইডি কার্ডের নাম্বার বের করা যায়।

ভোটার স্লিপের ফরম নাম্বার দ্বারা কিভাবে এনআইডি কার্ডের নাম্বার বের করবো?

অনলাইনে এনআইডি পোর্টালের মাধ্যমে ভোটার স্লিপে থাকা ফরম নাম্বার দ্বারা এনআইডি কার্ডের নাম্বার বের করা যাবে। এছাড়া ইমেইল, এসএমএস এবং কলের মাধ্যমেও ভোটার ফরম নাম্বার দ্বারা এনআইডি কার্ডের নাম্বার জানা যাবে।

এনআইডি কার্ড সম্পর্কিত আপনার যেকোনো প্রশ্ন আমাদের জানাতে পারেন নিচের কমেন্ট সেকশনে।

0 Reviews

Contact form

Name

Email *

Message *