Read more
মোবাইলে বাড়িতে বসেই ই-পরচার আবেদন করতে পারবেন। এক্ষেত্রে নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করতে হবে।
এক্ষেত্রে মনে রাখতে যে ব্যাক্তির খতিয়ান বা ই-পরচা বের করতে চাইছেন তার জাতীয় পরিচয়পত্র ও সেই জাতীয় পরিচয়পত্র দিয়ে উত্তোলনকৃত মোবাইল সীম ব্যবহার করতে ভবে। অন্যথায় যাচাই ভূল হয়েছে বলে ওয়ারনিং দিবে।
একজন ব্যাক্তি এক দিনে ০৭টির বেশি আবেদন করতে পারবেন না।
0 Reviews