Read more
আপনার জন্ম বাংলাদেশে হয় এবং আপনার জন্ম তারিখে হবে বর্তমান বয়স যদি 15 বছরের বেশি হয় ও আপনি যদি বাংলাদেশের কোথাও এর আগে ভোটার হবার জন্য ছবি তুলে না থাকেন তবে নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করে আপনার নিকটস্থ উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ভোটার তালিকা/জাতীয় পরিচয়পত্রে নাম অন্তভূক্ত করতে পারবেন।
02. উক্ত আবেদনপত্র প্রিন্ট করে আপনার ইউনিয়ন/পৌরসভা/নির্বাচিত জনপ্রতিনিধির স্বাক্ষর গ্রহণ করতে হবে।
03. আপনার জন্ম নিবন্ধনের কপি (অবশ্যয় হালনাগাদকৃত অনলাইনে থাকতে হবে)।
04. নাগরিকত্ব সনদ।
05. ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন এর প্রত্যয়নপত্র।
06.পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। পিতা মাতা মৃত হলে তাদের মৃত্যু সাল এবং মৃত্যু নিবন্ধনের কপি (না থাকলে চেয়ারম্যান এর প্রত্যয়ন।
07. রক্তের গ্রুপ পরীক্ষার রির্পোট।
08. আপনার বাড়ির বিদ্যুৎ বিল এবং চৌকিদারী ট্যাক্স/পৌর কর প্রদানের রশিদ।
0 Reviews